IQNA

ভিডিও | মিশরের টেলিভিশনে শাহাত আনোয়ারের বিরল তিলাওয়াত

তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা সাবা’র তিলাওয়াতের একটি বিরল ভিডিও সেদেশের টেলিভিশনে প্রচারিত হয়েছে।

শাহাত মুহাম্মাদ আনোয়ারের যুবক বয়সে এই বিরল তিলাওয়াতটি করেছেন। মরহুম শাহাত মুহাম্মাদ আনোয়ার এই ভিডিওতে তার সুললিত কণ্ঠে সূরা সাবা’র ১৫ থেকে ১৮ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

ক্বারি শাহাত মোহাম্মদ আনোয়ার ১৯৫০ সালের ১ম জুলাই মিশরের দাকাহলিয়া প্রদেশের কাফর আল-উয়াজির গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের মাত্র তিন মাসের মধ্যে পিতৃহীন হন। এ সত্ত্বেও তিনি মাত্র ৮ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেন।

শাহাত মুহাম্মাদ আনোয়ার তিন ছেলে এবং ছয় মেয়ের জনক। তার সন্তানদের মধ্যে “আনোয়ার শাহাত মুহাম্মাদ আনোয়ার” এবং মাহমুদ শাহাত মুহাম্মাদ আনোয়ার” কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকবার ইসলামী প্রজাতন্ত্র ইরানে সফর করেছেন।  iqna

captcha